Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা পরিষদ ভবনে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়টি অবস্থিত।অফিসটি মূল ভবনের নীচ তলায় অবস্থিত।২টি রুম নিয়ে অফিসটির কার্যক্রম চলে।একটি রূমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বসেন।আর অন্য রুমে কর্মচারীগণ বসেন।বর্তমানে একজন অফিস সহকারী,একজন   ক্ষেত্র সহকারী,একজন এম, এল, এস, এস কর্মরত আছেন।সহকারী মৎস্য কর্মকর্তার পদটি শূন্য আছে।তাছাড়া বেস্ট প্রকল্পের একজন কর্মকর্তা কর্মরত আছেন।

ছবি