Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Some feature of cluster farmer and measurment for rainy season
Details

 

Text Box:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কাh©vলয়

চিতলমারী, বাগেরহাট।

 

 

 

ক্লাস্টার/ঘেরসমূহের অনুসরণীয় বিষয়সমূহ

 

১। ঘেরের কালোকাদা অপসারণ ও পাড় মেরামত করতে হবে।        

২। ক্লাস্টার/ঘেরসমূহে চাষকালীন সময়ে পানির গভীরতা কমপক্ষে ৩.৫ ফুট নিশ্চিত করতে হবে।

৩। ক্লাস্টার/ঘেরের চতুর্দিকে নীল নেটের বেড়া নিশ্চিত করতে হবে।

৪। প্রত্যেক সদস্যের উপস্থিতিতে প্রতি মাসের নির্ধারিত সময়ে মাসিক সভা করতে হবে এবং রেজুলেশন সম্পন্ন করতে হবে।

৫। প্রত্যেক সদস্য প্রতি মাসের নির্ধারিত সময়ে সঞ্চয় জমা করবে এবং সমিতির ব্যাংক একাউন্টে সঞ্চয়ের টাকা জমা করে মৎস্য অফিসকে অবহিত করবে।

৬। ঘেরে নিয়মিত প্রিবায়োটিক, প্রোবায়োটিক এবং প্রতি ২০ দিন অন্তর ২৫০ গ্রাম/শতাংশ চুন ও ১৫০ গ্রাম/শতাংশ লবন প্রয়োগ করতে হবে।

৭। নিয়মিত পরিমাণমত মাছের খাবার প্রয়োগ ও মাছের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং কোন সমস্যা পরিলক্ষিত হলে মৎস্য অফিসে যোগাযোগ করবে।

৮। ক্লাস্টার/ঘেরে মাছের উৎপাদন খরচ, আয়-ব্যয় হিসাব তারিখসহ রেকর্ড রাখতে হবে।

 

বর্ষাকালে মৎস্য চাষে অনুসরণীয় বিষয়সমূহ

 

১। অতি বৃষ্টির কারণে পানির পিএইচ পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে ২৫০ গ্রাম/শতাংশ ক্যালসিয়াম চুন প্রয়োগ করতে হবে।

২। ২-৩ দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে প্রতিদিন রাতে পানিতে অক্সিজেন বৃদ্ধির জন্য অক্সিজেন পাউডার/ট্যাবলেট অথবা অ্যারেটর ব্যবহার করতে হবে।

৩। অতিবৃষ্টির ফলে পানির উচ্চতা অধিক বৃদ্ধি পেলে পানির গভীরতা ৪ ফুট রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

৪। অতিবৃষ্টির পরবর্তীতে পাড় পবেক্ষণ করতে হবে যাতে পাড়ে কোন ছিদ্র না থাকে এবং পাড় ধ্বসে না পড়ে।

 

প্রয়োজনীয় যোগাযোগ নম্বর

১। শেখ আসাদুল্লাহ (সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা)- ০১৭২২৫৪৪১১৫

২। মোঃ তানভীর আহমেদ (সম্প্রসারণ কর্মকর্তা)- ০১৭৩৬১২৯৫৩৯

৩। মোঃ আশরাফুল ইসলাম (মেরিন ফিশারিজ অফিসার)- ০১৭৪৪৮২৯৪৭৬

৪। মুকুন্দ মন্ডল (ক্লাস্টার মবিলাইজার)- ০১৭৫৭৪২৯৩৬৫

৫। গৌরাঙ্গ মন্ডল (ক্লাস্টার মবিলাইজার)- ০১৯৬৯৩১৮৭৩৮

Image
Publish Date
04/06/2022
Archieve Date
31/12/2027