Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক প্রদত্ত গুরুত্বপূর্ণ সেবা/কার্যাবলী সমুহঃ ১। মৎস্য/চিংড়ি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের পুষ্টির যোগান, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা প্রদান । ২। সম্প্রসারণ সেবাঃ মাছ / চিংড়ি চাষ বিষয়ে উন্নত প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান । অফিসে আগত মাছ চাষীদের পরামর্শ প্রদান। চাষীদের পুকুর/ঘের/খামার পরিদর্শন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান । মাছ / চিংড়ি চাষ বিষয়ে উদ্ভুদ্ধকরণ সভা আয়োজন / মতবিনিময় সভার আয়োজন করা । মাছ / চিংড়ি চাষে কারিগরি সহায়তা প্রদান । ৩। মৎস্য চাষ সম্প্রসারণে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান । ৪। মাছ / চিংড়ি চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা প্রদান । ৫। বানিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা ও সেবা প্রদান । ৬। দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান । ৭। মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র / ডিপো পরিদর্শন এবং সেগুলি পরিস্কার পরিছন্ন রক্ষায় পরামর্শ প্রদান। ৮। রপ্তানিযোগ্য মৎস্য/ চিংড়ির গুনগতমান রক্ষায় ও মৎস্যপণ্য বিধি ১৯৯৭ (সংশোধিত ২০০৮) বাস্তবায়নকরা। ৯। মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ ও মৎস্যখাদ্য বিধি ২০১১ বাস্তবায়ন ও এর আওতায় খাদ্য বিক্রয়ের লাইসেন্স প্রদান। ১০। মৎস্য/হ্যাচারী আইন ২০১১ বাস্তবায়নের জন্য হ্যাচারীগুলোর লাইসেন্স প্রদান। ১১। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়ন । ৯। ইন্ঞি এর নীচে রুই জাতীয় মাছ ধরা বিক্রি করা বা এ জাতীয় কার্যক্রম থেকে মৎস্য আহরণকারীদের বিরত রাখা। অবৈধ জাল ( কারেন্ট জাল ৪.৫ সেঃমিঃ বা তার কম ব্যস বিশিষ্ট্য যে কোন ফাঁস জাল, স্থায়ী স্থাপনা ইত্যাদি )বা মাছ ধরার সরঞ্জাম দ্বারা মাছধরা থেকে মৎস্য জীবিদের বিরত রাখা । জাটকা ( ৯ ইন্ঞির ছোট ইলিশ ) সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ও সামুদ্রিক মৎস্য আইন বাস্তবায়ন । নদী, খালে আড়াআড়ি বাঁধ দিয়ে বা বিষ প্রয়োগ করে মাছ না ধরার জন্য সচেতনতা সভা / আইন বাস্তবায়ন ১২। মাছে ফরমালিন ব্যবহার না করার জন্য মৎস্য বিক্রেতা/ ব্যবসায়ীদের সচেতনতা / উদ্বুদ্ধ করা। ১৩। মুক্ত জলাশয়ে / প্লাবন ভুমিতে পোনা অবমুক্তকরণ । ১৪। উন্নত জাতের পোনা উৎপাদনে নার্সারী মালিকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান । ১৫। মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ করা। ১৬। জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সবা প্রদান। ক্রঃ নং সেবা সমুহ সেবা গ্রহনকারী সেবা প্রদানের সময়সীমা ১ মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহনের মাধ্যমে জনগনের পুষ্টি যোগানের সহায়তা প্রদান । মৎস্য চাষী/উদ্যোক্তা অফিস সময়ে ২ মৎস্য চাষ ভিত্তিক প্রশিক্ষন / মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান । মৎস্য চাষী/উদ্যোক্তা অফিস সময়ে ৩ অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান । মৎস্য চাষী/উদ্যোক্তা অফিস সময়ে ৪ মৎস্য চাষ সম্প্রসারনের লক্ষ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা ও সেবা প্রদান । মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবি অফিস সময়ে ৫ মৎস্য চাষে আধুনিক উপকরণ ও যন্তপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সেবা প্রদান। মৎস্যচাষী/ উদ্যোক্তা/মৎস্যজীবি অফিস সময়ে ৬ বানিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা ও সেবা প্রদান । মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবি অফিস সময়ে ৭ দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান। মৎস্য চাষী/উদ্যোক্তা/জনগন অফিস সময়ে ৮ মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র /ডিপো পরিদর্শন এবং সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখায় পরামর্শ সেবা প্রদান মৎস্য চাষী/উদ্যোক্তা/জনগন অফিস সময়ে ৯ জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা । মৎস্য চাষী/উদ্যোক্তা/জনগন অফিস সময়ে সেবা প্রদান কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ ১। সহকারী মৎস্য কর্মকর্তা ২। ক্ষেত্র সহকারী যথাসময়ে সেবা পাওয়া না গেলে যার সাহায্য চাইবেনঃ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বাগেরহাট সদর, বাগেরহাট, ফোন নং- ০৪৬৮- ৬২৪৪৭ চুড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা না পাওয়া গেলে যার কাছে অভিযোগ করবেনঃ জেলা মৎস্য কর্মকর্তা, বাগেরহাট, ফোন নং- ০৪৬৮- ৬২৪৪৫